১. ধলেশ্বরী কোন নদীর শাখা নদী?
ক. মেঘনা খ. যমুনা গ. পদ্মা ঘ. সুরমা
২. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির সুরকার কে?
ক.রফিকুন-নবী খ. আপেল মাহমুদ
গ. আলতাফ মাহমুদ ঘ. আবদুল গাফফার চৌধুরী
৩ . বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
ক. ভোলা খ. মহেশখালী
গ. কুতুবদিয়া ঘ. সেন্টমার্টিন
৪ . তামাবিল কোথায় অবস্থিত?
ক. নেত্রকোনায় খ. মৌলভীবাজারে
গ. চট্টগ্রামে ঘ. সিলেটে
৫. বাংলাদেশের কোন সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?
ক. মারমা খ. চাকমা গ. গারো ঘ. খাসিয়া
৬. দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. ব্রহ্মপুত্র
৭. বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?
ক. ১৯৯৯ সালে খ. ২০০০ সালে
গ. ২০০১ সালে ঘ. ২০০২ সালে
৮. OSD -এর পূর্ণরূপ কি?
ক. Officer in Special Duties.
খ. Officer of Special Duties.
গ. Officer in Special Desk..
ঘ. Officer on Special Duty.
৯. চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. সাতক্ষীরায় খ. খুলনায় গ. বাগেরহাটে ঘ.বরগুনায়
১০. দ্বৈতশাসন ব্যবস্থার অবসান হয় কখন?
ক. ১৭৭২ সালে খ. ১৭৯৯ সালে
গ. ১৮৫৭ সালে ঘ. ১৮৯৯ সালে
১১. ঢাকায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূতের নাম কি?
ক. মো. আইয়ুব খ. মো. ইজ্জত
গ. মো. নাসের ঘ. মো. হামজা
১২. ‘রয়টার্স’ কি?
ক. একটি সংবাদপত্র খ. লেখক সমিতি
গ. একটি বার্তা সংস্থা ঘ. সেবামূলক প্রতিষ্ঠান
১৩. কে বঙ্গবন্ধুর একজন হত্যাকারী?
ক. এ বি মুসা খ. নূর চৌধুরী
গ. সানাউল হক ঘ. আবু তাহের
১৪. বাঘাইছড়ি উপজেলা কোন জেলায় অবস্থিত?
ক. বান্দরবান খ. খাগড়াছড়ি
গ. চট্টগ্রাম ঘ. রাঙামাটি
১৫. বাংলাদেশে ‘মূসক’ চালু হয় কত সাল থেকে?
ক. ১৯৯০ সাল খ. ১৯৯১ সাল
গ. ১৯৯২ সাল ঘ. ১৯৯৫ সাল
[বাংলাদেশ বিষয়াবলী] : ১.খ ২.গ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.খ ৮.ঘ ৯.গ ১০.ক ১১.খ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.খ।