পশুরা যখন ফেসবুক

পশুরা যদি ফেসবুক চালাত তবে কেমন
হতো..!!
জনৈক গরুর স্টাটাস ঃ
তিন দিন হলো হাটে আইছি। এখন পর্যন্ত
আমারে কেনা তো দূরের কথা, কেউ দাম
পর্যন্ত জিগাইলো না। এত দুঃখ কই
রাখি? মানুষগুলোর আসলেই গরুত্ববোধ
বলে কিছু নাই। ধ্যাত!! — ফীলিং সাদ।
নেয়ার আত বিশাল গরু ছাগলের হাট
কমেন্টসমূহ ঃ
ছাগল >>>
ওস্তাদ, গতকাল আমারে এক
কিপট্যা লোকে কিনসে।
সারাদিনে ভুষি আর নিমগাছের
পাতা ছাড়া আর কিছু খাইতে দেয় না।
পুরাই করুন অবস্থা …
উট >>>
গরুরে, এতদিনে আমার দুঃখ বুঝলি? শ্লা,
মরুর দেশেই ভালো ছিলাম।
আগে বুঝি নাই, ব্যাটারা পদ্মা নদীর
চরকে সাহারা মরুভূমি বলে চালায়ে দিস
দুম্বা >>>
ওই ছাগল, ছাগলের মতো কথা বলছিস
ক্যান? কয়েকদিন পর যাবি মইরা আর তুই
পড়ে আছিস খাওয়া নিয়ে! হালার
যে টেনশনই নাই. মুরগি >>>
এ্যাড মি এ্যাড মি এ্যাড মি প্লিইইজ!!
কথা দিচ্ছি, আমি আপনাদের
ভালো ডিমপাড়া মুরগি হবো। প্লিজ এ্যাড
মি
মহিষ >>>
মাইরালা! আম্রে কেউ শিং দিয়া গুতাই
মাইরালা.
শেয়াল>>>
মুরগি, তোমারে শীঘ্রই এ্যাড করতেসি।
এক্সেপ্ট কইরো। দেইখো, আমি তোমার কত
ভালো বন্ধু হই .
ভেড়া >>>
আমারও একই অবস্থা ওস্তাদ। সানসিল্ক
শ্যাম্পু দিয়ে লোম ধোয়ার পরও লোম
উঠে যাইতেসে। ফলে আমারে কেউ
কিনতেসেই না। সানসিল্ক আর
ব্যাবহারই করুম না যাহ্
ছাগল >>>
তুই দূরে গিয়া মর।
নিজে নিমপাতা খাইলে বুঝতি।
@দুম্বা মইরে গেলাম!!
বিড়াল >>>
জনাব গরু, মানুষের গরুত্ববোধ তো দূরের
কথা, বেড়ালত্ববোধই নাই। হে হে!
কুকুর >>>
বিড়ালের আইডিটা ফেক। কনফার্ম।
গরু >>>
মহিষ রে, তুই আসলেই একটা ছাগল।
স্টাটাসে লাইক না দিয়েই
আজেবাজে কমেন্ট করছিস ক্যান?
ছাগল >>>
ওস্তাদ, এইডা কী কইলেন? মহিষ
ক্যামনে ছাগল হয়?
উট >>>
মহিষরে এতবড় অপমান!
ঘোড়া >>>
যত্তসব ঘোড়ার ডিম।
মহিষ >>>
তোরে খাইছি গরু!
গরু >>>
তোরে শিং দিয়ে গুতায় মারমু। ঢং কত!
ছাগল >>>
লাগসে ঝগড়া। কতক্ষণ চলবে কে জানে!
হতাশ।
গন্ডার >>>
কিছুই বুঝলাম না রে। ক্যামনে কী? ।।