জোকস পড়ুন আর একটু হাসুন
১।নারী বনাম গোয়েন্দা
গজা: আচ্ছা পজা, বলতো গোয়েন্দারা সাধারণত প্রেম-ভালোবাসা-বিয়ে থেকে দূরে থাকে কেন?
পজা: নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না তাই।
২।আত্মহত্যার সহজ উপায়
একটি লোক পাবলিক লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করল, ‘আত্মহত্যার সহজ উপায়’ নামক বইটি আছে?
লাইব্রেরিয়ানঃ অবশ্যই আছে।
লোকঃ বইটি আমি ধার নিতে চাই।
লাইব্রেরিয়ানঃ বইটি আপনাকে ধার দেয়া হবে না।
লোকঃ কেন?
লাইব্রেরিয়ানঃ ধার দিলে আপনি বইটি ফেরত দিবেন না।
৩। প্রথম ডেট
প্রথম দিন ডেট সেরে বান্ধবীকে রাতের বেলা বাড়ি
পৌঁছে দিতে এসেছে বাবু। দরজার পাশে দেয়ালে ভর
দিয়ে দাঁড়িয়ে বললো, ‘সোনা, একটা চুমো খেতে দাও আমাকে।’
বান্ধবীঃ না না না!
বাবুঃ কী?
বান্ধবীঃ তুমি পাগল হলে?
বাবুঃ এখানে দাঁড়িয়ে ‘আরে কেউ দেখবে না। এসো, একটা চুমো।’
বান্ধবীঃ ‘না না, খুব ঝামেলা হবে কেউ দেখে ফেললে।’
বাবুঃ ‘আরে জলদি করে খাবো, কে দেখবে?’
বান্ধবীঃ ‘না না, কক্ষণো এভাবে আমি চুমো খেতে পারবো না।’
বাবুঃ ‘আরে এসো তো, আমি জানি তুমিও চাইছো — খামোকা এমন করে না লক্ষ্মী!’
এমন সময় দরজা খুলে গেলো, বান্ধবীর ছোট বোন ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে। চোখ ডলতে ডলতে
সে বললো, ‘আপু, বাবা বলেছে, হয় তুমি চুমো
খাও, নয়তো আমি চুমো খাই, নয়তো বাবা নিজেই
নিচে নেমে এসে লোকটাকে চুমো খাবে -কিন্তু তোমার বন্ধু যাতে আল্লার ওয়াস্তে কলিং বেল থেকে হাতটা সরায়।’
হা হা হা হা হা হা হা হা হা =D
৪। পুলিশ আর হাবিলদার
পুলিশ বলছে হাবিলদারকে , তুমি কি চোরটাকে ধরতে পেরেছ?
হাবিলদারঃ না, স্যার । তবে চোরের ফিংগার প্রিন্ট সঙ্গে করে এনেছি ।
পুলিশঃ কোথায়, দেখি?
হাবিলদারঃ স্যার, আমার গালে।
৫। মন্টু বনাম মশা
মন্টু একদিন দুপুরে বসে আছে। হটাৎ
একটা মশা এসে মন্টুকে কামড় দিলো।
মন্টুঃ- (রেগে গিয়ে) এখন দিনের বেলায়ও কামড় আমায় দিলি কেন ???
.
.
.
.
মশাঃ- কি করমু সাহেব ??? গরীব মশা আমি। মা-বাবা হাসপাতালে ভর্তি।
ঘরে বিয়ের উপযুক্ত বোন আছে, সেদিন তার বিয়ে ঠিক হইছে।
ছেলে পক্ষ ১লিটার রক্ত যৌতুক দাবি করছে। তাই ওভারটাইম করতেছি।
৬। জোকস হলেও বাস্তবতার সাথে মিলেয়ে দেখুন
এক রাজদরবারে খুব সুন্দরী একটা
মেয়েনৃত্য করছিল। নৃত্য
শেষে মেয়েটা রাজাকে একটা প্রশ্ন
করলো। (রাজা দেখতে খুব কুৎসিত ছিলো)
মেয়ে:” মেয়ে সৌন্দর্য ভাগ করার
সময়আপনি কোথায় ছিলেন?
রাজা:” রাগ করলেন না।
বরং হেসে উত্তর দিলেন তুমি যখন সৌন্দর্যের
লাইনে দাড়িয়ে ছিলে। তখন আমি ভাগ্যের
লাইনে দাড়িয়ে ছিলাম।
তাই আজ তোমার মতো সুন্দরী আমার
গোলামের মতো নৃত্য করছো।
৭। প্রেমিক আর প্রেমিকা
প্রেমিকঃ জানো, প্রতিদিন ঘুম থেকে উঠে আমি প্রথম তোমাকে ভাবি!
প্রেমিকাঃ তাই! ঝন্টুও তো একই কথা বলে!
প্রেমিকঃ আমি ঝন্টুর চেয়ে এক ঘণ্টা আগে ঘুম থেকে উঠি, বুঝলে!
প্রেমিকঃ তুমি আমাকে কি মনে কর! আমি অন্য দশজনকে মতো নই। তোমার জন্য পারি না এমন কোন কাজ নেই। চাইলে এখনই এই জীবনটা তোমাকে দিয়ে দিতে পারি।
প্রেমিকাঃ ভালবাসা না কচু! তাহলে কাল পার্কে এলে না যেঃ
প্রেমিকঃ দেখনি কি বৃষ্টি? তুমি তো জানোই বৃষ্টিতে ভিজলে আমার আবার জ্বর-সর্দি বাঁধে, শেষে মরার দশা।
৮। ভবিষ্যতবাণী
এক ব্যক্তি ভাগ্যের সন্ধানে জ্যাতিষীর কাছেহাত দেখাতে গিয়েছে।
সেই ব্যক্তির হাত দেখে জ্যোতিষী বলছে……………
জ্যোতিষী: আপনার জীবনে ১৩ নারীর আগমন ঘটবে।
ব্যক্তি: (মহাখুশিতে) তাই নাকি ???কী কপাল নিয়া যে জন্মাইছিলাম !!!cool