
ক্যাস্ট্রল ইনডেক্স সেরা দল এগারতে নেই মেসি
ফিফা’র একটি অফিসিয়াল সূত্র অনুযায়ী ‘ক্যাস্ট্রল ইনডেক্স’ খেলোয়াড়দের পারফর্মেন্সের ভিত্তিতে ক্যাস্ট্রল ইনডেক্স সেরা দল হিসাবে এগার জনকে বাছাই করেছেন। এ তালিকায় জায়গা পাইনি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এটি মেসি ভক্তদের জন্য কষ্টের।
ক্যাস্ট্রল ইনডেক্স সেরা দল বাছাই করতে তারা উন্নত প্রযূক্তির সাহায্য নিয়ে থাকেন।