আবারও একি কাজ করলেন উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ। সে এক ম্যাচে অসাধারণ পারফরম্যান্সে করে দর্শকদের মুগ্ধ করেন তো অন্য ম্যাচে বিতর্কিত ঝড় তুলেন কর্মকাণ্ডের জন্য নিন্দিত হন কামড় দিয়ে। ইতালির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ দলের খেলোয়াড় গিয়র্গিও চিয়েল্লিনিকে কামড় দিয়েছেন উরুগুয়ে ও লিভারপুলের এই স্ট্রাইকার লুইস সুয়ারেজ , বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। বিশ্বকাপে এখন তার খেলা দেখার চেয়ে কামড দেখা বেশী আকর্ষণ হয়ে উঠেছে ।
Uruguay striker Luis Suarez bite Italy’s Giorgio Chiellini – FIFA World Cup 2014