ডায়াবেটিস স্থায়ীভাবে নির্মূলের পদ্ধতি যেমন এখনো জানা যায়নি, তেমনি রোগটির উৎপত্তির ইতিহাসও চিকিৎসাবিজ্ঞানীদের অজানা। তবে সম্প্রতি সবচেয়ে পুরনো একটি যোগসূত্র খুঁজে পেয়েছেন তাঁরা। নিয়ান্ডারটাল মানব প্রজাতিকেই ডায়াবেটিসের উৎসস্থল হিসেবে ধারণা করছেন বিজ্ঞানীরা। নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, ৬০ হাজার থেকে ৭০ হাজার বছর আগে নিয়ান্ডারটালরা আফ্রিকা থেকে বেরিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে। এর পরপরই তাদের সঙ্গে আধুনিক মানুষের মিলন ঘটে এবং নিয়ান্ডারটালদের বংশগতি পৃথিবীব্যাপী ছড়াতে শুরু করে।

সম্প্রতি লাতিন আমেরিকা ও মেক্সিকোর আট হাজার অধিবাসীর বংশগতি পরীক্ষায় এসএলসি১৬এ১১ নামক একটি বংশগতি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা জানান, নিয়ান্ডারটালদের মধ্যে খুঁজে পাওয়া এই বংশগতি আধুনিক মানুষের শরীরে নানারূপে বিদ্যমান। যে ব্যক্তিদের মধ্যে এই বংশগতি উপস্থিত, তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় ২৫ শতাংশ বেশি। মা-বাবা উভয়ের কাছ থেকেই এই বংশগতি সন্তান পেলে, সেসব সন্তানের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার শঙ্কা ৫০ শতাংশ বেশি। নতুন এই তথ্য ডায়াবেটিস নিরাময়ের উপায় বের করতে আরো সহায়ক হবে বলে বিজ্ঞানীরা আশা করছেন। সূত্র : বিবিসি।