ছবিটি ১৯৯০ সালের। তবে এদেরকে বাবা – মেয়ে ভাবলে ভুল করবেন। মেয়েটি বৃদ্ধ (!) লোকটির ২৭তম স্ত্রী। এই ব্যক্তি ৩৫ বছরেরও বেশি সময় ধরে সর্বাধিক বিবাহিত ব্যক্তি হিসেবে আখ্যায়িত ছিলেন। তিনি ২০০৭ সালে ক্যালিফোর্নিয়ায় মৃত্যুবরণ করেন। তাকে কবর দেয়ার সময় তার ১৯ জন সন্তানের মাত্র একজন উপস্থিত ছিল। তবে তার ২৯ জন স্ত্রীর কেউই তখন উপস্থিত ছিল না তার সৎকারের সময়।
