তোমার যা ভাল লাগে তাই জগৎকে দান কর, বিনিময়ে তমিও অনেক ভালো জিনিস লাভ করবে ।
……….হযরত আলী (রাঃ)
সম্মুখে তারিফ করে দুষমন সে জন ।
……….হযরত আলী (রাঃ)
ত্বরিত ক্ষমা-প্রদর্শন ভদ্রতার নিদর্শন। আর ত্বরিত প্রতিশোধ গ্রহণ হীনতার পরিচায়ক।
……….হযরত আলী (রাঃ)
দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা ।
……….হযরত আলী (রাঃ)
পাথরের মত হয়োনা, যে নিজে অন্যের পথরোধ করে |
……….হযরত আলী (রাঃ)
গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী । কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে ।
……….হযরত আলী (রাঃ)
ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও না, ছোটদের সমষ্টিই বড় হয় ।
……….হযরত আলী (রাঃ)
পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর ।
……….হযরত আলী (রাঃ)
মানুষের কিসের এত অহংকার, যার শুরু একফোটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায় |
……….হযরত আলী (রাঃ)
হযরত আলী রা: এর কিছু বানী খুঁজছিলাম। এখানে পেয়ে গেলাম। ধন্যবাদ