১। টাইটানিক জাহাজ তৈরীতে খরচ হয়েছিল
৭ মিলিয়ন ডলার। আর টাইটানিক
সিনেমা তৈরীতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন
ডলার।
২।টাইটানিক হচ্ছে ১ম জাহাজ যারা SOS সিগন্যাল ব্যবহার করেছিল।
৪। আপনার বাম ফুসফুস ডানের চেয়ে ছোট কারণ সে হার্ট এর জন্য জায়গা করে দিয়েছে।
৫। আপনি কি পুরুষ মানুষ? দেখুন তো আপনার
শার্টের বোতামটা ডানদিকে কিনা?
আপনি মহিলা হলে দেখুন
তো বোতামটা বামদিকে কিনা? এমনটা কেন
হয়? জানি না। দর্জিরা জানতে পারে।
৬। আপনি কি ডানহাতি? তাহলে খাওয়ার সময়
খেয়াল করুন আপনি বেশীরভাগ সময় ডান
চোয়ালে খাবার চিবুচ্ছেন কিনা।
বাঁহাতি হলে বাম চোয়ালে।
৭। পেঁয়াজ ছোলার সময় চুয়িংগাম চিবুলে
চোখে পানি আসে না। ৩। ছোটবেলা ডাক্তারের কাছে গেলেই
ডাক্তার জিব দেখতে চাইতেন। আসলে জিব
যদি পিংক রং এর হয়, তাহলে তা জীবাণূমুক্ত।
সাদা হলে বুঝতে হবে ব্যাকটেরিয়ার আস্তরণ
আছে।