:: সবচেয়ে দামি কুকুরের নাম টিবটান মাসটিফ (Tibetan Mastiff)। এই জাতের একটি কুকুর সংগ্রহে রাখতে চাইলে আপনাকে খরচ করতে হবে ১২ কোটি টাকা।
::আমেরিকার নেভাদার ডেটনে ‘রিপাবলিক অব মোলোসিয়া’ (Republic of Molossia) নামের একটি ক্ষুদ্র দেশ আছে। ১ দশমিক ৩ একর জায়গা, ২৭ জন নাগরিক নিয়ে গঠিত এ দেশে একটাই বাড়ি। রাষ্ট্রপতির নাম প্রেসিডেন্ট কেভিন।
::নাউরু ২১ বর্গ কিলোমিটার আয়তনের এ ইদেশটি পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। ২০০৫ সালের হিসেবে অনুযায়ী দেশটিকে ১৩,০০৫ জন মানুষ বাস করে।বিষুবরেখা থেকে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশটির অবস্থান।
::এক কাপ কফিতে প্রায় এক হাজার কেমিক্যাল আছে। সেসব কেমিক্যালের ২৬টি ইঁদুরের দেহে প্রবেশ করিয়ে দেখা গেছে, ১৩টি কেমিক্যালের কারণে ইঁদুর ক্যান্সারে আক্রান্ত হয়েছে।
:: মেসিডোনিয়ার ‘দি ডেইলি নোভা মেকিডোনিজা’ পত্রিকার ৫৬ বছর বয়সী ক্রাইম রিপোর্টার ভ্লাডো টানেস্কি এক সিরিয়াল কিলার সম্পর্কে রিপোর্ট করেন। পরবর্তীতে ধরা পড়ে সেই সিরিয়াল কিলার আর কেউ নয়, রিপোর্টার নিজেই।