Virus হল- Vital information Resources Under Seize ।
মস্তিষ্কের তিন অংশ- গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মেডুলা ।
মেরুদন্ডের প্রতিটি অস্থিকে- কশেরুকা বলে ।
রকেট ও জেট বিমানে জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়- তরল অক্সিজেন ।
আকাশ নীল দেখায়- নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে ।
আয়নার পশ্চাতে পারদ ব্যবহৃত হয় ।
সর্বাধিক বিদ্যুৎ পরিবাহী ধাতু- কপার ও তামা ।
কত ক্যারেটের স্বর্ণকে বিশুদ্ধ স্বর্ণ বলা হয়- ২৪ ক্যারেট ।
লিথিয়াম হল- সবচেয়ে হালকা ধাতু ।
ওসমিয়াম হল- সবচেয়ে ঘনধাতু ।
সবচেয়ে মূল্যবান ধাতু- প্লাটিনাম ।
বৈদ্যুতিক বিলের হিসাব কিভাবে করা হয়-কিলোওয়াট ঘন্টায়(২৮তম বিসিএস) ।
তিন মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ গঠিত হয়- লাল, নীল, সবুজ তথা RGB।
‘সিডর’ কোন ভাষার শব্দ : সিংহলি যার অর্থ চোখ ।
টলেমি কি ছিলেন- জ্যাতির্বিদ(১৮তম বিসিএস) ।
কত বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায়- ৭৬ বছর(৩০তম বিসিএস) ।
সমুদ্র পৃষ্ঠের বায়ুর চাপ প্রতি বর্গ সে:মি: এ- ১০ নিউটন (২৬তম বিসিএস)।
জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়- ৬ ঘন্টা ১৩ মি. পর (২৯তম বিসিএস)।