
এক জোড়া জুতার দাম কোটি টাকার বেশি। দাম শুনেই হতভাগ! এক জোড়া অ্যাডিডাস বর্ণিল স্নিকার্স নিলামে বিক্রি হয়েছে এক লক্ষ্য ছাব্বিশ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৫ লাখ ৮৪ হাজার টাকা)৷
মানুষ নয় হাঁসের স্নাতক ডিগ্রি
এই জুতাজোড়ার নিলাম করছে নিউইয়র্কের বিখ্যাত সোথেবিস হাউজ। এই জুতার বিক্রেতা নাম পরিচয় গোপন করে অর্থ দান করবেন নিউইয়র্কের ব্রুকলিন যাদুঘরে।
অ্যাডিডাস স্নিকার্সের বিশ্ব রেকর্ড মূল্যের চামড়া দ্বারা তৈরি, এই জুতার উপর মাইসেন চীনামাটি দিয়ে হাতে আঁকা সুন্দর ডিজাইন করা৷ এই ডিজাইন এতটাই নিখুঁত যে, প্রতিবছর মাত্র দুটোর বেশি জুতা তৈরি করা সম্ভব নয়।
মেয়েদের জন্য বানী চিরন্তন!!
তথ্যসূত্র: ডয়চে ভেলে [আর্টিকেলটি দৈনিক যুগান্তর থেকে নেওয়া হয়েছে।]।