
ছবি নয় বাস্তব! সন্তানের ওপর রাগ করে নিজের সম্পত্তির একটা অংশ লিখে দিলেন নিজের পোষ্য কুকুরকে। আর বাকী অংশ উইল করেছেন স্ত্রীর নামে। আমরা বলিউড সিনেমা “এন্টারটেইনমেন্ট”ছবিতে দেখেছি মালিক তার সমস্ত সম্পত্তি পোষ্য কুকুরের নামে উইল করে যান। বাস্তব এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। মধ্য বয়সী ওই ব্যক্তির অভিমত পোষ্য কুকুরটি তার নিজের ছেলের মতোই। এ ঘটনাটি যেন সেই ছবির বাস্তব চিত্র। ছবিতে কুকুরের নাম থাকে এন্টারটেইনমেন্ট, কিন্তু বাস্তব চিত্রে কুকুরের নাম জ্যাকি।
বিদ্যুতমানব ১১ হাজার ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত করতে পারে শরীরে
ওই ব্যক্তি নাম ওম নারায়ণ ভার্মা, ছিন্দওয়ারা জেলার বাদিওয়ারা গ্রামের বাসিন্দা পেশায় তিনি একজন কৃষক। পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত সম্পতি তার স্ত্রী চম্পা বাই ও নিজের পোষা নেড়ি কুকুর জ্যাকির নামে লিখে দিয়েছেন। অর্থাৎ ওম নারায়ণের মৃত্যুর পর এই দুইজনেই তার আইনসম্মত উত্তরাধিকারী হবেন।
বিভিন্ন কারণে ৫০ বছর বয়সী ওম নারায়ণ নিজের ছেলের ওপর খুবই অসন্তুষ্ট, তাই তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে স্ত্রী ও পোষ্য কুকুরকে সম্পত্তি লিখে দিয়েছেন তিনি।
২৫০ প্রজাতির আপেল ধরে এক গাছেই
তবে এও জানিয়েছেন, যদি কোন ব্যক্তি জ্যাকিকে নিয়ে গিয়ে তার দেখাশোনা করেন, তবে সেক্ষেত্রে জ্যাকির নামে লিখে দেওয়া অংশের ভাগীদার হতে পারবেন সেই ব্যক্তি।
ওম নারায়ণ বলেন, ‘আমার স্ত্রী ও পোষ্য কুকুর-ই আমার দেখাশোনা করে। তাই আমি আমার সম্পত্তি তাদের নামে লিখে দিলাম।