বিদেশীদের ফাস্টফুড বার্গারে খুব বেশি উচ্চমাত্রার ট্রান্সফ্যাট, অতিরিক্ত লবণ ও চিনি। যা খেয়ে হতে পারে গুরুতর স্বাস্থ্য সমস্যা ও রোগ। যেমন—স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ। অথচ আমাদের আহারের যে সংস্কৃতি, চিরায়ত যেসব খাবার, তা অনেক স্বাস্থ্যহিতকর; কেবল তা-ই নয়, অনেক বিষমুক্তও বটে।
তথ্যটি সবার সাথে শেয়ার কারার অনুরোধ করছি।