সাধারণত বিশ্বের সবচেয়ে দামি ফোন বললেই আমরা বুঝি iPhone কে ধরে নেই। তবে এই ধারণাটি পুরোপুরি ঠিক নয়। এমন অনেক ফোন আছে, যেগুলোর দাম আইফোনের চেয়ে অনেক বেশি। আসুন এবার সে দামি ফোনগুলির ব্যাপারে জেনে নেওয়া যাক-
১। iPhone 6 ফ্যালকন সুপারনোভা পিঙ্ক ডায়মন্ডঃ
এই ফোনটির বিশেষত্ব হল এটি গোলাকোর দেখতে। এটি হীরে দিয়ে মোড়া নয়, তবে ফোনটির পেছনে রয়েছে সোনা। এই ফোনটির দাম ৯৫, ৫০০,০০০ ডলার!
২। iPhone 5 ব্ল্যাক ডাইমন্ডঃ
বিশেষ এই ফোনটির মধ্যেও রয়েছে ব্ল্যাক ডায়মন্ড। এই ফোনটি প্রধানত তৈরি করেছেন চিনের ব্যবসায়ীরা। এই ফোনটির দাম ১৫,৩০০,০০০ ডলার!
৩। iPhone 6 অমুসু কল অফ ডায়মন্ডঃ
এই ফোনটিতে রয়েছে বিভিন্ন ডিজাইন। ছ’হাজার হাতে বসানো হীরে রয়েছে এই আইফোনটিতে। এই ফোনটির দাম ২,৭০০,০০০ ডলার।
৪। গোল্ডভিস লে মিলিয়নঃ
এই ফোনটির ডিজাইন করেছে ওয়াচ ও জুয়েলারি ডিজাইনার। এই ফোনটি তৈরি করতে লেগেছে ১৮ ক্যারেট সোনা ও ২০ ক্যারেট হীরে। এই ফোনটির দাম ১,৩০০,০০০ ডলার।
৫। ডায়মন্ড ক্রিপটো স্মার্টফোনঃ
এই ফোনটি তৈরি করা হয়েছে সলিড প্ল্যাটিনিয়াম দিয়ে। হাইটেক টোকনোলজি ব্যবহার করে এই ফোন তৈরি করা হয়েছে। ফোনটির ধারে রয়েছে ২.৫ প্রিন্সেস কাট হীরে। এই ফোনটির দাম ১,৩০০,০০০ ডলার।
৬। Gresso Luxor Las Vegas Jackpot – গ্রেসো লাকজোর লাস ভেগাস জ্যাকপটঃ
কালো ডায়মন্ড দিয়ে তৈরি হয়েছে এই ফোন৷ এই ফোনটির দাম ১,০০০,০০০ ডলার।
৭। ভারচু সিচনেচার কোবরাঃ
এই ফোনটি বিশ্বের মধ্যে সবচেয়ে দামী ফোন। ফোনটিতে রয়েছে ৪০৯টি রুবি স্টোন। এই ফোনটির দাম ৩১০,০০০ ডলার।
৮। ব্ল্যাক ডায়মন্ড ভিআইপিএন স্মার্টফোন
এই ফোনটিতেও রয়েছে ব্ল্যাক ডায়মন্ড। এই ফোনটির দাম ৩০০,০০০ ডলার।
৯। আইফোন প্রিন্সেস প্লাসঃ
এই ফোনটি লঞ্চ করেছে ২০০৮ সালে। ফোনটিতে রয়েছে ১৮ ক্যারেট ওয়াইট গোল্ড রিম। এই ফোনটি পাওয়া যাবে ১৭০,৪০০ ডলারে।
১০। ভারটু সিচনেটার ডায়মন্ডঃ
এই ফোনটি তৈরি হয়েছে প্ল্যাটিনিয়াম দিয়ে। এই ফোনটি পাওয়া যাবে ৮৮,০০০ ডলারে।
সূত্রঃ কলকাতা টুয়েন্টিফোর সেভেন