মানুষ নয় হাঁসের স্নাতক ডিগ্রি সৃষ্টিকূলের সেরা জীব মানুষের নানান ডিগ্রি অর্জনের কথা শুনি। তাই বলে অন্য প্রাণীরও ডিগ্রি লাভ! যেমন হাঁস। এমনই অবিশ্বাস্য আজব সত্যি ঘটনা ঘটেছে যুক্তরাষ্টের ফ্লোরিডার মেলবোর্নে।
মানুষ নয় হাঁসের স্নাতক ডিগ্রি
ফ্লোরিডার মেলবোর্নে “সানট্রি এলিমেন্টারি” স্কুল থেকে “সার্জিও” নামের হাঁসটি স্নাতক ডিগ্রি পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে। এই সংবাদ প্রকাশ হওয়ার পর “সার্জিও” কে দেখতে মানুষের ভিড় পড়ে যায়। সংবাদে বলা হয়, স্কুলটির বিজ্ঞান শিক্ষার্থীদের গবেষণায় মোট ৩০টি হাঁসের যোগাড় করা হয়।
গবেষণায় “সার্জিও” একমাত্র জীবিত ছিল। তার অলৌকিক জন্মের পর থেকে সার্জিও স্কুলে মুগ্ধকর জীবন যাপন করেছেন। তার এমনকি একটি “Instagram” অ্যাকাউন্ট রয়েছে। “Instagram” অ্যাকাউন্টিতে প্রায় এক হাজারের বেশী ফলোওয়ার্স আছে।
পরে স্কুল কর্তৃপক্ষ হাঁসটিকে একটি ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নেয়। এতে স্কুলের সকল শিক্ষার্থী খুশি হয়। সঙ্গে সার্জিও নামের হাঁসটিও।
সংবাদ সংগ্রহ করা হয়েছে :- Mashable থেকে,
Comments on “মানুষ নয় হাঁসের স্নাতক ডিগ্রি”