পৃথিবীতে অসংখ্য ভূতের গল্প রয়েছে, তা স্টিফেন কিং এর উপন্যাস অবলম্বনে নির্মিত The Shining হরর মুভিটি দেখলে বুঝা যায় ।

বইটি লেখার ক্ষেত্রে তাঁকে অনুপ্রানিত করেছিল স্ট্যানলি হোটেল যেটি কলোরাডোর এস্টেস পার্কে, যুক্তরাষ্ট্র-এ অবস্থিত। তিনি যখন এই হোটেলের একটি রুমে অবস্থান করেন তখন তিনি নিজেই অনেক ভৌতিক ঘটনার সম্মুখিন হন। তিনি শুনতে পেয়েছেন ভূতের ছেলেরা পাশের রুমে খেলা করছে! এবং দেখেছেন অনেক আত্মার আনাগোনা। যখন কোন গেস্ট আসতো তারা দেখতে পেত পিয়ানোর নিজ থেকে বেজে ওঠা, এবং মিউজিকের শব্দ। এই সকল ভৌতিক ঘটনার যারা সম্মুখিন হত তারা ক্ষতিগ্রস্থ হত।