টাওয়ার অব লন্ডন একটি বিখ্যাত ভৌতিক স্থান। ১৫৩৬ সালে হেনরি VIII এর একজন স্ত্রীকে টাওয়ার অব লন্ডনে শিরচ্ছেদ করা হয়।

তারপর থেকে ঐ স্ত্রীলোকের আত্মাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত, মাঝে মাঝে নিজের খণ্ডিত মাথা হাতে নিয়ে টাওয়ার গ্রীন এবং টাওয়ার চাপেল রয়েলে হাটতেন, যা সত্যি খুবি ভৌতিক।