পৃথিবীর বিখ্যাত ভৌতিক স্থান গুলোর একটি হল ইংল্যান্ডের ওয়ালেস স্টেটের Llanfihangel Crucorney তে অবস্থিত দি স্কিরিড ইন।

লোক গল্প মতে ৯০০ বছর আগে এখানে ১৮০ জনেরও বেশি লোককে সিঁড়ির বীমের সাথে ফাঁসি দেওয়া হয়। তখন ভবনের প্রথম তলা কোর্ট রুম হিসেবে ব্যবহার হত। এই ঘটনার পর থেকে এখানে অনেক ভয়ঙ্কর ঘটনা হতে দেখা যেত, অনেক আত্নার আনাগোনা, ঠান্ডা কক্ষগুলো হঠাত করে গরম হয়ে যাওয়া, তাপমাত্রা হটাত বেড় যাওয়া। এসবের এর পর ফেনি প্রাইস(দালানটির মালিক) চিন্তা করলেন এখানে অনেক সক্রিয় আত্মা রয়েছে, অন্য সকল লোকজন এটাকে বিপদজনক স্থান হিসেবে উল্লেখ করেন এবং বলেন এখানে থাকা অনেক ঝুঁকিপূর্ন।