একটা বাছুরকে নিয়ে মেতেছে বিশ্ব। এ খবরে অনেকে বললেন, মানুষের খেয়ে-দেয়ে আর বুঝি কোন কাজ নেই। কিন্তু যদি বলা হয়, বাছুরটি জন্মেছে দুটো দেহ, আটটা পা আর চারটে কান নিয়ে। তখন তারাও নিশ্চয় ছুটে যেতে চাইবেন ঐ বাছুরটির কাছে। তবে যেতে হবে না। বিশ্বের নামীদামী ফটোগ্রাফাররা ইতোমধ্যে তুলে ফেলেছেন শতাধিক ছবি।বাছুরটি জন্মগ্রহণ করেছে নিউজিল্যান্ডে।
মালিক জানান, “ওর মা যখন যন্ত্রণায় ছটফট করছিল, দেখে মনে হচ্ছিল ওর যমজ সন্তান হবে। আমি যখন ডেলিভারি করতে সাহায্য করছিলাম তখনও ভাবছিলাম যমজ সন্তান হতে চলেছে আমার প্রিয় গরুর। কিন্তু বের হওয়ার পরই অবাক হয়ে গেলাম। এ আমি কি দেখছি! একটা বাছুরের দুটো দেহ! তারপর ওর পায়ের দিকে তাকিয়ে আবার অবাক হলাম। গুনে গুনে দেখলাম ৮টা! এরপরই অবাক হয়ে চেঁচিয়ে উঠলাম। পাড়া প্রতিবেশীরা ছুটে এসে বলল, ওর তো দেখি চারটে কান!”
বাছুরটি এখন পর্যন্ত সুস্থ আছে।