♦ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড
না থাকার
সুবিধা ♦
১. শান্তিতে ঘুমানো যায় !!
২.সময় আর টাকা বাঁচে !!
৩.দেখতে কেমন
লাগতেছে এইটা নিয়া তেমন
না ভাবলেও চলে ।
৪.মধ্যরাতে মিসকল সংখ্যা “0”
৫.নতুন নতুন SMS অফার খোজার
দরকার
হয়না ।
৬. কোন সিম এ খরচ কম তাও খোজ
করা দরকার হয় না ।
৭.দিনে চারবার মোবাইল রিচার্জ
করতে হয়না ।
৮.যেকোনো মেয়ে বা ছেলের
সাথে ভয়
ছাড়াই কথা বলা যায় ।
৯.আর
সবচেয়ে ভালো হচ্ছে পুরা দুনিয়ারেই
ভালোবাসা যায়….